Saturday, August 24, 2013

যারা যারা মনে করে

যারা যারা মনে করে যে নারীদেরকে সমান সুযোগ দিলে দুনিয়া উল্টে ফেলতো,নারী পুরুষের চেয়ে কোন অংশে কম নয়- তাদের প্রতি কিছু প্রশ্ন----

আমেরিকায় কি এপর্যন্ত কোন নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে?

বিশ্বে কোন দেশে কি নারী সেনাপ্রধান আছে?

বিশ্বে কয়জন নারী এপর্যন্ত নোবেল পেয়েছে?

বিশ্বের কোন দেশের গোয়েন্দা সংস্থার প্রধান নারী?

বিশ্বের কোন দেশের পুলিশের প্রধান নারী?

বিশ্বের কোন দেশে ফায়ার সার্ভিসে মেয়েরা কাজ করে?

বিশ্বের কোন দেশে ভারীশিল্পে নারীরা কর্মরত?

বিশ্বে কতজন পেশাদার নারী ড্রাইভার আছে?

বিশ্বে কয়জন নারী পাইলট বা নারী ক্যাপ্টেন আছে?

জাহাজে যারা কাজ করে তাদের মধ্যে কয়জন নারী?

নাসা বা অন্যান্য দেশের মহাকাশ গবেষণা কেন্দ্রের উচ্চপদে কয়জন নারী আছে?

আব্রাহাম লিঙ্কন,মাহাথির মাহমুদ,নেলসন ম্যান্ডেলাদের মতো কোন মেয়ে রাজনীতিবিদ পৃথিবীবাসীর জন্য পদচিণ্হ রেখে গিয়েছে?

বিশ্বের বিভিন্ন দেশে যে 'জাতির পিতা' নামে কাওকে না কাওকে ডাকা হয়,এরকম কোন দেশে কোন নারীকে 'জাতির মাতা' ডাকা হয়?

বিশ্বের যুগান্তকারী আবিষ্কারসমূহের মধ্যে কোনটা কোনটা নারী বিজ্ঞানীর অবদান?

নারী অর্থনীতিবিদেরা বিশ্ব অর্থনীতির জন্য কোন যুগান্তকারী ফর্মুলা দিয়েছে?

হেনরি ফেওল,এস ডাব্লিউ টেয়লরদের মতো কোন নারী ব্যবস্থাপনাবিশারদ কি আছে?
-------------------
মাথা খাটাও…নারী আর পুরুষ কখনোই সমান নয়। বেগম রোকেয়া বা তসলিমা নাসরিণদের লেখা পড়ে 'আমি নারীবাদি' বলে চিৎকার করলেই মামলা জেতা যায়না।

No comments:

Post a Comment