সিরিয়ার লড়াই : একটি অনুসন্ধান
সিরিয়ার লড়াই : একটি অনুসন্ধান
—হানীন ইলদারম
আমেরিকা শেষ পর্যন্ত বিদ্রোহীদের সহযোগিতার ব্যাপারে আশ্বাস দিলো ... শুরু
থেকেই আমেরিকা বিদ্রোহীদের ব্যাপারে চরম দিধাদ্বন্দে ছিলো । কারণ
বিদ্রোহীদের প্রায় ৭০% ইসলামিস্ট । এখন যদি সে ইসলামপন্থিদের সাহায্য করে
তাহলে যেনো নিজেই খাল কেটে কুমির আনল । কারণ এর পূর্বে রাশিয়ার বিরুদ্ধে
মুজাহিদদেরকে বিরাট অঙ্ক অর্থের বিনিময়ে অস্ত্র দিয়ে সহযোগিতা করে আজ
নিজেই আফগানে এর প্রয়াশ্চিত্ত দিতে হচ্ছে । তাই সিরিয়ার ব্যাপারে আমেরিকা
প্রথমে তেমন আগ্রহী হয় নি । কিন্তু যখন দেখল আমেরিকার সাম্রাজ্যবাদী
শত্রু রাশিয়া , ইরান এবং হিজবুল্লাহ সরাসরি আসাদের হয়ে যুদ্ধে জড়িয়ে
পড়ছে তখন সে নিজের আধিপত্য রক্ষার চিন্তায় মেতে উঠল । এদিকে ইরাক - আফগান
লড়াইয়ের ফলে তার কোমর অনেকটা নুয়ে পড়ছে । তাই সিরিয়া বিদ্রোহীদের
মধ্যে নিজের স্বার্থ রক্ষাকারী দালালকে খুজতে লাগল । যেহেতু সিরিয়ার
বিদ্রোহীরা মৌলবাদী ইসলামপন্থী তাই কেউ তার দালাল হতে রাজী হল না । অবশেষে
এই দালালদেরও পেয়ে গেলো আমেরিকা । যারা হচ্ছে ফ্রি সিরিয়ান আর্মি ।
কিন্তু তারপরও তাদেরকে সাহায্য দিতে চায়
নি । কারণ এরা মুজাহিদদের তুলনায় অনেক দুর্বল । তাই অস্ত্র দিলে যেকোনো
মুহুর্তে মুজাহিদদের হাতে চলে যেতে পারে । এখন আমেরিকা সুযোগের অপেক্ষায়
থাকল, যে মুজাহিদরা যখন দুর্বল হয়ে যাবে তখন বিকল্প হিসেবে ফ্রি সিরিয়ান
আর্মিকে দাড় করাবে । অথবা মুজাহিদদের চাপ দিবে তারা যেনো তাদের দাবি থেকে
সরে আসে , তবেই সে অস্ত্র সাহায্য দিবে । আমেরিকা সে সুযোগটাও পেয়ে গেলো,
যখন দেখল মুজাহিদরা কুসাইরে পিছু হটেছে তখন ফ্রি সিরিয়ান আর্মিকে সাহায্য
দেওয়ার ঘোষণা দেওয়া শুরু করল । এবং তার রাষ্ট্র কাতার সহ অন্যান্যদের বলল
, যেনো ভারী অস্ত্র না দেওয়া হয় । সিরিয়ায় ইসলামপন্থিদের আবার বিভিন্ন
মতপার্থক্য আছে । আপাতত এই ইসলামপন্থিদেরকে চার ভাগে ভাগ করা যেতে পারে ।
১- ইখওয়ানুল মুসলিমীন , যারা সিরিয়ায় মিশরের মতো গণতান্ত্রিক ইসলাম চায়
। ২- তুরস্কপন্থি ইসলামিস্ট , যারা সিরিয়ায় টার্কিশ মডারেট ইসলাম চায় ।
৩- সালাফিস্ট , যারা জিহাদের মাধ্যমে পরিপূর্ণ ইসলামি শাসন চায় । ৪-
হিজবুত তাহরীরের সহযোগী মুজাহিদরা , যারা সিরিয়ায় খেলাফতের সূচনা করে
বায়তুল মুকাদ্দস পর্যন্ত যেতে চায় ।তাছাড়া রয়েছে বিভিন্ন বিদ্রোহী
গোত্রসমুহ । উপরোক্ত দলগুলোর মধ্যে শেষোক্ত দল দুটি অধিক শক্তিশালী এবং
কাঠামোবদ্ধ । তারা এবং তাদের মতাদর্শীরা বর্তমানে জাবহাতুন নুসরা
মুজাহিদফ্রন্টের অধীনে জিহাদ করে যাচ্ছেন । তাই তারা আমেরিকার সন্ত্রাসী
তালিকায় স্থান দখল করে নিয়েছে । এদের ছাড়া বাকীরা হচ্ছে ফ্রি সিরিয়ান
আর্মির সদস্য । আমাদের দুআ এবং সমর্থন শুধু জাবহাতুন নুসরাসহ মুজাহিদদের
জন্যে । আল্লাহ তাদেরকে সাহায্য করুন । (নিচে লিঙ্ক দেওয়া আছে , সম্ভব হলে
পড়ে নিবেন , আরো বিস্তারিত পাবেন । )
http://m.youtube.com/watch?v=q4hsysDyUY0&desktop_uri=%2Fwatch%3Fv%3Dq4hsysDyUY0
http://www.aawsat.com/leader.asp?section=3&article=674967&issueno=12206#.UdBFholhic2
http://www.aawsat.com/leader.asp?section=3&issueno=12149&article=666327#.UdBFxolhic
http://www.nationalkuwait.com/forum/index.php?threads%2F248821%2F
No comments:
Post a Comment